ইরানের ইস্পাত উৎপাদন কমেছে ১৫ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

টানা কয়েক বছর বৃদ্ধির পর ইরানের ইস্পাত উৎপাদন কমেছে। অক্টোবরে দেশটিতে ইস্পাতের উৎপাদন হ্রাস পায় ১৫ শতাংশ। সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ সংকটের কারণে শিল্প ধাতুটির উৎপাদন ব্যাহত হয়েছে।  ইরানিয়ান স্টিল প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (আইএসপিএ) জানায়, চলতি বছরের মার্চ থেকে দেশটিতে ইস্পাতের উৎপাদন থেকে ১৩ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনাল।

ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ইস্পাত উৎপাদনে ব্রাজিলের পরই দশম অবস্থানে রয়েছে ইরান। তবে সম্প্রতি দেশটিতে উৎপাদন ব্যাহত হওয়ায় মধ্যপ্রাচ্যে ধাতুটির মোট উৎপাদন কমেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে প্রযুক্তি বিনিয়োগ কমেছে এশিয়ার দেশটিতে। এর কারণে প্রাকৃতিক গ্যাস উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বিদ্যুৎ সংকট প্রকট হওয়ায় দেশটির ইস্পাত উৎপাদনে ভাটা পড়েছে।

জ্বালানি তেলের রফতানিনির্ভরতা কমিয়ে আনতে ইস্পাত, লোহা কপারসহ বিভিন্ন ধাতুর রফতানি বাড়ায় দেশটি। সময় ইস্পাত উৎপাদন কমে যাওয়ায় ইরানের বৈদেশিক মুদ্রা আয়ের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে বাজারসংশ্লিষ্টরা।

২০১৮ সালের তুলনায় গত বছর প্রায় ১৬ শতাংশ বেশি ইস্পাত উৎপাদন করে ইরান। গত বছর মোট ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল কোটি ৯০ লাখ টন, যা এক দশকের তুলনায় ১৪১ শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন