গণতন্ত্র সম্মেলন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী

দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে ডেকেছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে আগামী মাসে হতে যাওয়া গণতন্ত্র সম্মেলন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে ডেকেছে যুক্তরাষ্ট্র।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাইমেট জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য কনটেক্সট অব বাংলাদেশ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে ডিসেম্বরে হতে যাচ্ছে গণতন্ত্র সম্মেলন সামিট ফর ডেমোক্রেসি সম্মেলনে অংশগ্রহণকারীদের তালিকায় নাম নেই বাংলাদেশের।

বাংলাদেশকে দাওয়াত না দেয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্র নিয়ে যে ঝামেলায় পড়েছে, আড়াইশ বছরের পুরনো গণতন্ত্র, কয়েক দিনে আগে দেখলেন কী ঝামেলায় পড়েছে। যারা গণতন্ত্রে দুর্বল তাদের মনে হয় ডাক দিয়েছে। অনেক বছর ধরে আমাদের গণতন্ত্র স্থিতিশীল। আমাদের দেশের স্বচ্ছ একটি গণতন্ত্র রয়েছে। এখানে ভোটের মাধ্যমে মানুষ অবাধ মুক্তভাবে ভোট দিচ্ছে, যে ভোটে দাঁড়াতে চায় সে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে।

মিয়ানমারের উদাহরণ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে নির্বাচন হলো, অনেক মানুষকে ভোট দিতে দেয়নি। আফগানিস্তানে ভোট হলো, বহু দল ভোট দিতে পারেনি। আমাদের দেশের সব মানুষ ভোট দিতে পারে। ইচ্ছা থাকলে উপায় হয়। সে দিক থেকে আমরা অনেক অগ্রসর। যেসব দেশ দুর্বল, সেগুলোকে দাওয়াত দিয়েছে। সম্মেলনটি দুই পর্বে হবে। প্রথম পর্বে কয়েকটি দেশকে ডেকেছে, যারা গণতন্ত্রের দিক থেকে খুবই দুর্বল। গণতন্ত্র সম্মেলন নিয়ে যুক্তরাষ্ট্রেই বিতর্ক হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন