উৎপাদন সক্ষমতা বৃদ্ধি

বছরে ৭৬ কোটি টাকা আয় হবে অলিম্পিকের

নিজস্ব প্রতিবেদক

কারখানার বর্তমান উৎপাদন সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে কোম্পানিটি প্রায় ২৬ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এর মধ্যে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির কাজটি পুরোপুরি বাস্তবায়ন হলে খাত থেকে বছরে কোম্পানিটির আয় আসবে ৭৬ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এসব তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মোট বিনিয়োগের মধ্যে ১৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে অবকাঠামোগত উন্নয়নে। এছাড়া কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে কার্টন উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য। বাকি কোটি ৪৯ লাখ টাকা বিনিয়োগ করা হবে কাপ কেক তৈরির লাইন স্থাপনের জন্য। এটি বাস্তবায়ন করতে তিন-চার বছর সময় লাগবে। লাইনটি বাস্তবায়ন হলে খাত থেকে বছরে ৭৬ কোটি লাখ টাকা আয় করতে পারবে কোম্পানিটি। আর বছরে নিট মুনাফা আসতে পারে কোটি ৫৯ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন