একদিনেই সূচক বেড়েছে ১১৪ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

গতকাল বড় উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ১১৪ পয়েন্ট বা দশমিক শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে ১৫ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদের শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল সূচক। মাঝে কিছুটা নিম্নমুখিতা দেখা গেলেও দিনশেষে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল ১১৪ পয়েন্ট বেড়ে হাজার ৯৮২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল হাজার ৮৬৮ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ২৪ পয়েন্ট বেড়ে হাজার ৪৭৯ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৪৫৫ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৪৫ পয়েন্ট বেড়ে গতকাল হাজার ৬৬১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিনশেষে যা ছিল হাজার ৬১৬ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ১৬৩ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল হাজার কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৩০১টির, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত ছিল ৩১টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৮৫ শতাংশ দখলে নিয়েছে ওষুধ রসায়ন খাত। ১৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। চতুর্থ অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের দশমিক ৫৭ শতাংশ। এছাড়া ব্যাংক খাতের দখলে ছিল দশমিক ৮৩ শতাংশ। গতকাল চামড়া পাট খাত ছাড়া বাকি সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন ছিল।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি ব্যাংক, কাট্টলী টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক সাইফ পাওয়ারটেক।

সমাপনী দরের ভিত্তিতে গতকাল ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষ ১০ সিকিউরিটিজ ছিল সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, এডভেন্ট ফার্মাসিউটিক্যালস, ডোমিনেজ স্টিল, আলিফ ম্যানুফ্যাকচারিং, আমান ফিড, ইউনিয়ন ক্যাপিটাল, এডিএন টেলিকম, ডেল্টা স্পিনার্স ফার কেমিক্যাল।

অন্যদিকে গতকাল এক্সচেঞ্জটিতে দর কমার শীর্ষে থাকা কোম্পানির মধ্যে রয়েছে ডরিন পাওয়ার, হামিদ ফ্যাব্রিকস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবলস, ফরচুন সুজ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স জিবিবি পাওয়ার।

দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ২০৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৭৬ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৮টির, কমেছে ৩০টির আর অপরিবর্তিত ছিল ২৪টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৩৪ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৩ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন