চট্টগ্রাম নগরে চলছে কিছু বাস-হিউম্যান হলার

বণিক বার্তা প্রতিনিধি, চট্টগ্রাম

সারা দেশের মতো চট্টগ্রামেও পরিবহন ধর্মঘট চলছে। গত দুদিন এ ধর্মঘটের কারণে নগরীর বাসিন্দারা চলাচলে ভোগান্তিতে ছিলেন। আজ রোববার সকাল থেকে কিছু বাস ও হিউম্যান হলার চলায় জনদুর্ভোগ কিছুটা কমেছে। তবে, বন্ধ রয়েছে আন্তজেলা ও উপজেলায় বাস চলাচল।

জানা গেছে, গতকাল শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ তাদের যানবাহন চালাবে বলে জানিয়েছিল। সে অনুযায়ী আজ সকাল ৬টা থেকে নগরের ১৫টি রুটে বাস ও ছোট কিছু পরিবহন চলাচল শুরু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন গণমাধ্যমে এ তথ্য জানান। অল্প কিছু পরিবহন চলাচল করলেও অভিযোগ রয়েছে  কিছু কিছু পরিবহনশ্রমিক বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করছেন। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান বেলায়েত। 

ধর্মঘটে অটল রয়েছে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় কর্তৃপক্ষের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকের যে সিদ্ধান্ত আসবে, তারা সে অনুযায়ী চলবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন