বাউবির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপলক্ষে গতকাল সকালে গাজীপুরের বোর্ডবাজার মূল ক্যাম্পাসে স্বাধীনতা চিরন্তন নামে স্মারক ভাস্কর্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য অধ্যাপক . সৈয়দ হুমায়ুন আখতার। একই সময়ে দেশজুড়ে বাউবির সব আঞ্চলিক উপ-আঞ্চলিক কেন্দ্রেও পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক . নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক . মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার . মহা. শফিকুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক সুফিয়া বেগম এবং তথ্য গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন