প্রবল বৃষ্টি ও ভূমিধসে কেরালায় নিহতের সংখ্যা বেড়ে ১৮

বণিক বার্তা অনলাইন

ভারতের রাজ্য কেরালায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত কয়েক ডজন লোক। খবর হিন্দুস্তান টাইমসের।

এর আগে শনিবার প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে নিহতের সংখ্যা ৫ জন বলে জানানো হয়েছিল। এ সময় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

কেরালা রাজ্যের কোট্টাইয়াম জেলার কুট্টিকাল ও ইদুক্কিতে বেশি হতাহতের ঘটনা ঘটে। মধ্য কেরালার অনেক জায়গায় প্রবল বৃষ্টির জেরে ভূমিধস দেখা দিয়েছে। এ অবস্থায় কেরালার সবরিমালা মন্দিরে ভক্তদের না যেতে অনুরোধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনী। নিখোঁজদের উদ্ধারে পূর্ণ শক্তি নিয়ে কাজ করছেন তারা। 

এছাড়া রাজ্য সরকারের অনুরোধে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সামরিক হেলিকপ্টার প্রস্তুত এবং দক্ষিণাঞ্চলীয় এয়ার কমান্ডকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাজ্যের প্যানগোদ সামরিক স্টেশন থেকে কানজিরাপ্পালিনের কোট্টাইয়াম জেলায় সেনাবাহিনী ৩০ সদস্যের একটি ইউনিট পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন