বিআইবিএমে সুকুক বিষয়ক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) বাংলাদেশে সুকুক কার্যক্রমের সূচনা শীর্ষক এক অনলাইন কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। স্বাগত বক্তব্য

রাখেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক পরিচালক (প্রশিক্ষণ সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা। কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক . মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের নিউ অরিলিয়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক . মোহাম্মাদ কবির হাসান।

কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহকারী অধ্যাপক . মো. মহব্বত হোসেন। পাঁচ সদস্যের গবেষণা দলে অন্যদের মধ্যে রয়েছেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক পরিচালক (প্রশিক্ষণ সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা, বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. আলমগীর, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) মহাসচিব আব্দুলাহ শরিফ, ইন্টারন্যাশনাল শরিয়াহ রিসার্চ একাডেমি (আইএসআরএ) মালয়েশিয়ার গবেষক মেজবাহ উদ্দিন।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিআইবিএমের . মোজাফফর আহমদ চেয়ার অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক . বরকত--খোদা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সচিব ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরাস্তু খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মনিরুল মওলা প্রমুখ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন