আইএসের সাহারা অঞ্চলের প্রধানকে হত্যা করেছে ফ্রান্স: মাঁখো

বণিক বার্তা অনলাইন

ইসলামিক স্টেটের (আইএস) সাহারা অঞ্চলের প্রধান আদনান আবু ওয়ালিদ আল-সাহারাবিকে ফরাসি সৈন্যরা হত্যা করেছে বলে দাবি করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো। তবে এই অপারেশন কিংবা এর স্থান সম্পর্কে কিছুই জানাননি তিনি।

বিবিসি জানিয়েছে, আদনান আবু ওয়ালিদ আল-সাহারাবি ২০১৫ সালে ইসলামিক স্টেট ইন দ্যা গ্রেটার সাহারা নামক আইএসের নতুন শাখা গঠন করেন। সংগঠনটি এ অঞ্চলে অসংখ্য হামলার জন্য দায়ী বলে মনে করে ফ্রান্স। এসব হামলার মধ্যে ২০২০ সালে ফ্রান্সের সহায়তাকর্মীদের ওপর টার্গেটেড হত্যাকাণ্ড চালানোর অভিযোগও রয়েছে। 

সাহারাবির মৃত্যুকে সাহারা অঞ্চলে (সাহেল) সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের আরেকটি ‘বড় সফলতা’ হিসেবে দেখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাঁখো।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি এক টুইট বার্তায় জানান, অপারেশন বারখানে সেনাদের হামলায় সাহারাবি নিহত হন। এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রতি এটি পরিকল্পিত আক্রমণ। সন্ত্রাসের বিরুদ্ধে এ লড়াই চলতে থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন