মালেক স্পিনিং

নতুন প্রকল্প ও বিএমআরই শেষে আয় বাড়বে ৬০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২১৩ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে কোম্পানি চলমান প্রকল্প সংস্কার, সম্প্রসারণ আধুনিকায়ন (বিএমআরই) করবে নতুন প্রকল্প চলমান প্রকল্পে বিএমআরইর কাজ শেষ হলে কোম্পানিটির পণ্য বিক্রি থেকে আয় ৬০ শতাংশ বেড়ে যাবে বলে জানা গেছে

তথ্যমতে, কোম্পানির পরিচালনা পর্ষদ ময়মনসিংহের ভালুকায় নতুন প্রকল্প করবে এজন্য জমি ফ্যাক্টরি ভবন, নির্মাণ অন্যান্য যন্ত্রপাতি সরঞ্জামের জন্য আনুমানিক বিনিয়োগ করা হবে ২১৩ কোটি ১৯ লাখ টাকা

অন্যদিকে চলমান প্রকল্পের বিএমআরইর বিষয়ে জানানো হয়েছে, মালেক স্পিনিংয়ের চলমান প্রকল্পের দৈনিক উৎপাদন সক্ষমতা ৩৫ হাজার কেজি সুতা আর বছরে কোটি ২৬ লাখ কেজি সুতা আর স্পিন্ডুলস ৬৩ হাজার ৬২৪টি

বিএমআরইর মাধ্যমে কোম্পানিটির স্পিন্ডুল বেড়ে হবে ৭৯ হাজার ৪৬৪টি এই বিএমআরইর ফলে কোম্পানিটির উৎপাদিত পণ্য এবং বিক্রয় থেকে আয় বাড়বে ৬০ শতাংশ সেই সঙ্গে বিএমআরইর ফলে কোম্পানিটির উৎপাদনকৃত পণ্যের মান বেড়ে যাবে এবং ভালো দামে বিক্রি করে বেশি মুনাফা করতে পারবে নতুন প্রকল্প স্থাপনের জন্য নিজস্ব তহবিল ব্যাংকঋণ এবং অন্যান্য উৎস থেকে ব্যয় করা হবে

বিষয়ে নিশ্চিত করে কোম্পানিটির সচিব ইফতেখার জামান বণিক বার্তাকে বলেন, নতুন প্রকল্প চলমান প্রকল্পে বিএমআরই সম্পন্ন হয়ে গেলে কোম্পানিটির আয় ৬০ শতাংশ বেড়ে যাবে একই সঙ্গে কোম্পানির উৎপাদনকৃত পণ্যের মান বাড়বে এবং ভালো দামে বিক্রি করা যাবে

কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা, যা আগের বছর একই সময় লোকসান ছিল ৪৩ পয়সা অন্যদিকে চলতি হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে টাকা ৯৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২২ পয়সা ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৮৯ পয়সা

প্রসঙ্গত, বছরে এপ্রিল দুপুর সোয়া ১২টায় মালেক স্পিনিংয়ের সাবসিডিয়ারি সালেক টেক্সটাইলের ফ্যাব্রিক ইউনিটে আগুন লাগে ফায়ার সার্ভিস কোম্পানির অগ্নি নির্বাপণ কর্মীরা - ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের প্রাণহানি হয়নি সালেক টেক্সটাইলের ৯৭ দশমিক ৯৩ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে মালেক স্পিনিংয়ের হাতে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন