বলিউডের এটিএম মেশিন!

ফিচার ডেস্ক

অক্ষয় কুমার তার আসন্ন থ্রিলার ছবি বেলবটম সিনেমা হলে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন এবং সেটা সামনের মাসেই, ২৭ জুলাই খবরে বলিউড যেন প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে কারণ অক্ষয়ের ছবি মানে কাঁচা টাকা, সহজ কথায় ক্যাশ ফ্লো বছরে গড়ে তিন-চারটি ছবি মুক্তি দেন অক্ষয় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২-১৮ মাসে অক্ষয় কুমারের আটটি ছবি মুক্তি পাবেবেলবটম, সূর্যবংশী, আতরাঙ্গি রে, পৃথ্বিরাজ, বচ্চন পান্ডে, রক্ষা বন্ধন, রাম সেতু ওহ মাই গড টু আরো কিছু ছবি আছে পাইপলাইনে, যেগুলোর নাম এখনো ঘোষিত হয়নি

২০২২-এর শেষ নাগাদ অক্ষয় যেখানে অন্তত আটটি ছবি মুক্তি দেবেন, সেখানে তিন খানের বড়জোর একটা-দুটো ছবি মুক্তি পাবে অন্যদিকে শাহরুখ সালমানের ছবির বাণিজ্যিক সফলতা নিয়েও এখন প্রশ্ন উঠছে তাই অনেকে মহামারীর সংকটে অক্ষয় কুমারকে বলিউডের ওয়ান ম্যান সেভিয়ার বা ত্রাণকর্তা হিসেবে দেখছেন

বলিউডের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লিখেছেন, অক্ষয়ের ঝুলিতেই সবচেয়ে আকর্ষণীয় ছবির তালিকা তার সেরা বৈশিষ্ট্যটি হচ্ছে তিনি সময়মতো শুটিং শেষ এবং ছবিগুলোর যথাসময়ে মুক্তি নিশ্চিত করেন মহামারীর মধ্যেই প্রথম যে ছবিগুলোর শুটিং হয়েছে তার মধ্যে বেলবটম অন্যতম ছবিটির শুটিং রেকর্ড সময়ের মধ্যে শেষ হয়েছে একই সময়ে বচ্চন পান্ডে, আতরাঙ্গি রে ছবির শুটিং করেছেন তিনি সময় নষ্ট করেন না তার এসব ছবির মুক্তি বলিউডের রক্ষাকর্তা হিসেবে হাজির হবে

অক্ষয়ের ছবিগুলোর বাজেটও বেশ তরণ আদর্শ প্রতিটি ছবির জন্য গড়ে বাজেট ধরেছেন ১৫০ কোটি রুপি অবশ্যই ১৫০ কোটি একটা গড় হিসাব সামাজিক ছবির চেয়ে কোনো অ্যাকশন ছবির বাজেট এর চেয়ে অনেক বেশি ১৫০ কোটি গড় হিসাবে অক্ষয়ের ওপর মুহূর্তে প্রযোজকরা বিনিয়োগ করেছেন হাজার ২০০ কোটি রুপি তরণ আদর্শের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অক্ষয় ত্রাণকর্তা হিসেবে এগিয়ে এসেছেন কভিডের আগেও তিনি বছরে তিন-চারটি ছবি মুক্তি দিতেন বলিউডের আরেক পর্যবেক্ষক আমোদ মেহরা মনে করেন টিকিট বিক্রি, স্যাটেলাইটসহ বিভিন্ন খাত থেকে অক্ষয়ের ছবিগুলো ১৭৫-১৮০ কোটি রুপি আয় করবে তিনি বলেন, এখন এর সঙ্গে দিয়ে গুণ করলে দেখা যায় অক্ষয়ের কাঁধে প্রযোজকরা অনেক টাকা মুনাফার আশা নিয়ে বসে আছেন তাই অনেকে অক্ষয় কুমারকে ডাকেন বলিউডের এটিএম মেশিন

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন