ইরানের নতুন প্রেসিডেন্টকে নিয়ে ইসরায়েলের উদ্বেগ

বণিক বার্তা অনলাইন

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটি বলছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্বেগের কারণ রয়েছে বলে মনে করছে তারা। খবর বিবিসি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত বলেছেন, রাইসি হচ্ছেন ইরানের এ যাবৎকালের সবচেয়ে কট্টরপন্থী প্রেসিডেন্ট। ইরানের নতুন নেতা দেশটির পরমাণু কার্যক্রম আরো জোরদার করতে পারেন বলে সবাইকে সতর্ক করেন তিনি।

গতকাল শনিবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন ইব্রাহিম রাইসি। কট্টরপন্থী মতাদর্শের ধারক হিসেবে পরিচিত রাইসি গত বছরের আগস্টে ইরানের একজন শীর্ষ বিচারপতি হিসেবে তার কার্যক্রম শুরু হয়। অতীতে রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ডের ঘটনায় তার ভূমিকা থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

বিজয় নিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, সরকারের প্রতি জনসাধারণের আস্থা বাড়িয়ে পুরো জাতিকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন