ঢাকা ব্যাংক ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ কন্টিজেন্ট-কনভার্টেবল পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি বন্ড ইস্যুর মাধ্যমে ৪০০ কোটি টাকার সংগ্রহ করবে। 

তথ্য মতে, আলোচিত বন্ডটি হবে কনভার্টিবেল বন্ড। বন্ডটির একটি অংশ সাধারণ শেয়ারে রূপান্তর হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।

ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে টিয়ার-১ এর অতিরিক্ত মূলধন বাড়াতে বন্ডের অর্থ ব্যবহার করা হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে ব্যাংকটি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশের মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ। আগামী ২৯ জুন বেলা সাড়ে ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন