চলে গেলেন এটিএম শামসুজ্জামান

বণিক বার্তা অনলাইন

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা এ টি এম শামসুজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ শনিবার রাজধানীর সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

গুণী এই অভিনেতার ছোট ভাই সালেহ জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আজ শনিবার জোহরের পর জানাজা শেষে জুরাইন কবরস্থানে এটিএম শামসুজ্জামানকে  তার বড় ছেলে কামরুজ্জামান কবীরের পাশে সমাহিত করা হবে বলেও জানিয়েছেন সালেহ জামান।

এর আগে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে এটিএম শামসুজ্জামান হাসপাতালে ভর্তি হন। ওইদিন বিকেলে তাকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শুক্রবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন।

হাসপাতালে তিনি ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন বলে জানা গেছে। 

পরিবার সূত্রে জানা গেছে, বর্ষীয়ান এই অভিনেতা গেল কিছুদিন ধরে খাবার খেলেই বমি ও শ্বাসকষ্ট হচ্ছিল। এই সমস্যা নিয়েই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর গুণী এই অভিনেতার জন্ম নোয়াখালীর দৌলতপুরে। প্রায় ৫ যুগ ধরে বাংলা চলচ্চিত্র ও নাটকে দাপটের সঙ্গে অভিনয় করে এসেছেন এ টি এম শামসুজ্জামান। তিনি তিনশর বেশি সিনেমায় অভিনয় করেছেন, পাশাপাশি অসংখ্য টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। অভিনয়ের জন্য পাঁচ-পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পদক, সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন