রোহিঙ্গা সঙ্কট নিয়ে চীনের মধ্যস্থতা ঢাকায় ত্রিপক্ষীয় বৈঠক ১৯ জানুয়ারি

বণিক বার্তা অনলাইন

রোহিঙ্গা সঙ্কট নিয়ে চীনের মধ্যস্থতায় আগামী ১৯ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমার ত্রিপক্ষীয় বৈঠক। আজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ঢাকায় বৈঠকটি হবে। চাইনিজ প্রতিনিধি থাকবে, মিয়ানমারের প্রতিনিধি থাকবে এবং আমাদের প্রতিনিধি থাকবে। 

সচিব লেভেলের, ওদের (মিয়ানমার) ডেপুটি মিনিস্টার লেভেল। আমরা আশা করছি, এটা খুবই ফলপ্রসূ হবে। আমরা এখনও আশায় বুক বেঁধে আছি।

রাজধানীর লালমাটিয়ায় সুরের ধারা আয়োজিত পৌষ উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রী।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর টাকা কয়েক মাস ধরে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়।  যেখানে আগে থেকেই বাংলাদেশে ছিল আরো প্রায় চার লাখ রোহিঙ্গা। আন্তর্জাতিক চাপের মুখে ওই বছরের শেষ নাগাদ মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও প্রত্যাবাসন আজও শুরু হয়নি।

এ নিয়ে বাংলাদেশের অব্যাহত উদ্যোগ বারবার ব্যর্থ হয়েছে।  শেষাবধি বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে মিয়ানমারের আন্তরিকতা নিয়েই হতাশা প্রকাশ করতে দেখা গেছে। 

সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে এমন ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, ওই মিটিংয়ে কিছু প্রগ্রেস হয়েছিল। এখন তারা এমনিতে কোনো উত্তর দেয় না। শোনে আর বলে পরে জানাবে।  তখন তারা বলেছিল, বুকলেট তৈরি করবে রোহিঙ্গা ভাষায়, মিয়ানমারের ভাষায়; তারা কিছু আগ্রহ দেখিয়েছিল। তারপর কোভিডের অজুহাতে, নির্বাচনের অজুহাতে মিটিংটা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গত ৯ বা ১০ তারিখে (বৈঠকটি) হওয়ার কথা ছিল। তারা (মিয়ানমার) ডেট দেয়, চাইনিজরা ওটা আয়োজন করে, আমরা রাজি হই। কিন্তু শেষ পর্যন্ত তারা পিছিয়ে দেয়। পেছানোর একটা বড় কারণ চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে মিয়ানমার সফরে আছেন। সে কারণে তারা বলেছিল, ওনার সঙ্গে আলোচনার পরে এটা হবে, ১৯ তারিখে হবে। আশা করি, ফলপ্রসূ কিছু ডেভেলপমেন্ট হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন