সড়কে ঝরল পাঁচজনের প্রাণ

বণিক বার্তা ডেস্ক

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে মানিকগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এছাড়া লক্ষ্মীপুর নাটোরে একজন করে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

মানিকগঞ্জ: জেলার সিংগাইর উপজেলার ঋষিপাড়া বকচর এলাকায় ঢাকামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিনজন নিহত ২০ জন আহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের বকচর এলাকায় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন বাসচালক হূদয় হোসেন (২৮), বাসের যাত্রী আনোয়ারা বেগম (৬৫) পথচারী নিখিল সরকার (২৫)

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম বলেন, দুপুরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ওই বাসের চাপায় ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। আহত হন কমপক্ষে ২০ জন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নাটোর: নাটোরের বড়াইগ্রামে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হন অন্তত বাসের ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাকচালক তারেক রাজবাড়ী জেলার বাসিন্দা।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শরীফের মা সহিদা বেগম (৫৫) নিহত হয়েছেন। গত বুধবার (২১ অক্টোবর) রাতে পৌর শহরের ঝুমুর সিনেমা হলের ময়দার মিল এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতালে (প্রাইভেট) নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সহিদা বেগম তার নাতনি ঐশীকে নিয়ে বাসা থেকে গত বুধবার বিকালে তাদের পুরনো বাড়ি দেখাশোনা করতে যান। রাতে ঐশীকে নিয়ে ফের বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন