‘ভালোবাসা প্রীতিলতা’ চলচ্চিত্রে সংগীত পরিচালনায় বাপ্পা মজুমদার

ফিচার প্রতিবেদক

ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের সশস্ত্র অভ্যুত্থান উপমহাদেশের ইতিহাসের পাতায় বিশিষ্ট স্থান দখল করে আছে। সে ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ভালোবাসা প্রীতিলতা অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসা প্রীতিলতা নির্মাতা প্রদীপ ঘোষের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্রে সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ঐতিহাসিক ছবিতে মোট চারটি সংগীত সংযোজিত হচ্ছে, যার মধ্যে দুটি মৌলিক গান, একটি দ্বিজেন্দ্র লাল রায় এবং একটি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। সংগীত পরিচালনায় দায়িত্ব পেয়ে বাপ্পা মজুমদার নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রে সংগীত পরিচালনা করার দায়িত্ব পেয়ে আমি ভীষণ আনন্দিত। চেষ্টা করছি দর্শকদের ভিন্ন কিছু উপহার দেয়ার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন