টাঙ্গাইলে বজ্রপাতে ২ জনের প্রাণহানি

বণিক বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলে বজ্রপাতে দুইজনের প্রাণহানি ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে নাগরপুর ও মির্জাপুরে এ ঘটনা ঘটে।

আজ সকালে নাগরপুরে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে নিহত হয় মো. মিনহাজ (১২) নামের ৫ম শ্রেণীর এক ছাত্র। সে উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসী গ্রামের জুলমত আলীর ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, সকালে বৃষ্টির সময় ছেলেটি নদীতে গোসল করতে যায়। এ সময় ভয়ানক বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে শুনসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে পড়তো।

বেলা ১১টার দিকে মির্জাপুরের বানাইল ইউনিয়নের ভররা গ্রামে বজ্রপাতে মহর আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।

মহর আলী পার্শ্ববর্তী বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দেওলী গ্রামের আমির আলীর ছেলে।

পারিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকা মহর আলী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে কয়েক বছর ধরে বানাইল ইউনিয়নের ভররা গ্রামে শ্বশুর আব্দুস ছামাদের বাড়িতে বসবাস করছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। 

বানাইল ইউনিয়ন পরিষদের মেম্বার মামুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন