এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ

৫ দিনের রিমান্ডে আরো তিন আসামি

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ  র‍্যাব। এর বাইরে ঘটনায় জড়িত সন্দেহে আইনুল রাজন নামে আরো দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার বলেন, আমরা মামলার এজাহারভুক্ত সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। সবশেষ গতকাল রাতে সুনামগঞ্জ থেকে মামলার আরেক আসামি তারেককে গ্রেফতার করা হয়।

এদিকে গতকাল ধর্ষণ মামলার আরো তিন আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে শাহ মো. মাহবুবুর রহমান রনি, মো. রাজন মো. আইনুলকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের বিচারক সাইফুর রহমান তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের এপিপি খোকন কুমার দত্ত আসামিদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করে জানান, আগের দিনের মতো গতকালও আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি।

এমসি কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি: ধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল কলেজ ক্যাম্পাসে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বিকাল ৫টায় তদন্ত কমিটির সদস্যরা কলেজ ক্যাম্পাসে এসে প্রথমে অধ্যক্ষ সালেহ আহমদের সঙ্গে বৈঠক করেন। এরপর তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন মাউশি পরিচালক (প্রশাসন) শহিদুল কবির চৌধুরী, মাউশি সহপরিচালক লোকমান হোসেন, মাউশি উপপরিচালক নুরে আলম। এদিন কলেজ কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির সদস্যদের সঙ্গেও তারা বৈঠক করেন।

অন্যদিকে এমসি কলেজ কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কমিটির প্রধান কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারুজ্জামান। তিনি বলেন, আমরা বিভিন্ন জনের সাক্ষ্য গ্রহণ করছি। আশা করছি, নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে পারব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন