হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার স্থগিত করলো ডব্লিউএইচও

বণিক বার্তা ডেস্ক

কভিড-১৯ রোগ উপশমে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহারে স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ সোমবার কভিড-১৯ রোগীর সুরক্ষা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে সংস্থাটির পক্ষে মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস রয়টার্সকে একথা জানান। 

তেদ্রোস বলেন, কভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ, তার পর্যালোচনা চলছে, তার আগ পর্যন্ত সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কভিড-১৯ চিকিৎসায় বিশ্বে অনুমোদিত অন্য যেসব ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে তা চলবে বলেও জানান তিনি।

করোনাভাইরাস সংক্রমিত রোগীর চিকিৎসায় নির্দিষ্ট কোনো ওষুধ না থাকার কারণে বিদ্যমান নানা ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা। বিভিন্ন দেশে এরই মধ্যে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন