কুয়েতে নিষেধাজ্ঞার বাইরে থাকবে তেলবাহী ট্যাংকার

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কারণে সংক্রমণ এড়াতে আটটি দেশের সঙ্গে বিদেশী পণ্যবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে কুয়েত। তবে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সাময়িক এ নিষেধাজ্ঞা থেকে মুক্ত থাকবে জ্বালানি তেল বহন করা ট্যাংকারগুলো। খবর রয়টার্স।

২৫ ফেব্রুয়ারি সরকারি এক আদেশে পণ্যবাহী বিদেশী জাহাজ চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে কুয়েত। এতে বলা হয়, তালিকাভুক্ত আটটি দেশ থেকে ছেড়ে আসা কোনো পণ্যবাহী বিদেশী জাহাজ কুয়েতের বন্দরে ভিড়তে পারবে না। কুয়েত থেকেই এসব দেশের উদ্দেশে কোনো পণ্যবাহী জাহাজ ছেড়ে যাবে না।

তালিকায় চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, থাইল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর ও ইরাকের নাম রয়েছে। মূলত স্বাস্থ্য সুরক্ষা ও ভাইরাস সংক্রমণ ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে দেশটি। সম্প্রতি এক আদেশে কুয়েত সরকার জানিয়েছে, সাময়িক এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না জ্বালানি তেলবাহী ট্যাংকারগুলো।

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতে গতকাল পর্যন্ত আটজনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন