তৃতীয় ওয়ার্ল্ভ্র কফি প্রডিউসার্স ফোরামের আয়োজক রুয়ান্ডা

বণিক বার্তা ডেস্ক

ওয়ার্ল্ভ্র কফি প্রডিউসার্স ফোরামের তৃতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছর। এবারের সম্মেলনের আয়োজক পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা। কফি উৎপাদন প্রক্রিয়াকরণ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্বের ৪০টি দেশের হাজার ৫০০ প্রতিনিধি সম্মেলনে একত্রিত হবেন। তারা পানীয় পণ্যটির বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা মূল্যায়ন করবেন। খবর অল আফ্রিকা।

২০১৭ সাল থেকে ওয়ার্ল্ভ্র কফি প্রডিউসার্স ফোরাম অনুষ্ঠিত হয়ে আসছে। পর্যন্ত ফোরামটির দুটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি কলম্বিয়া দ্বিতীয়টি ব্রাজিলে। রুয়ান্ডার ন্যাশনাল এগ্রিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের (এনএইবি) ট্র্যাডিশনাল কমোডিটিস ডিভিশন ম্যানেজার ইসসা নকুরুনজিজা বলেন, বৈশ্বিক ইভেন্টটি রুয়ান্ডার কফি উৎপাদনকারীদের সঙ্গে সারা বিশ্বের কফি খাতের সঙ্গে সংশ্লিষ্টদের আলাপচারিতা অভিজ্ঞতা ভাগ করে নেয়ার সুযোগ তৈরি করে দেবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন