বারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন

বণিক বার্তা প্রতিনিধি গাজীপুর

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল কৃষিমন্ত্রী . মো. আব্দুর রাজ্জাক  প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যুরালের উদ্বোধন করেন।

ম্যুরাল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষ বারির মূল কার্যালয় চত্বরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান বারির মহাপরিচালক . আবুল কালাম আযাদ অনুষ্ঠান সঞ্চলনা করেন।

বঙ্গবন্ধুর স্মৃতি মানসপটে চিরঅম্লান করে রাখার জন্যমুজিব বর্ষ ২০২০কে সামনে রেখে গত বছরই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই অনুযায়ী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের সামনে দুটি ফোয়ারা, লন গ্রাস এবং মার্বেল পাথর সংবলিত মনোরম স্থাপত্য শৈলীর একটি নান্দনিক স্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হয়েছে। ম্যুরালটি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেশের প্রখ্যাত শিল্পী শ্যামল চৌধুরী স্থপতি অরুময় বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভিন, বারির প্রতিষ্ঠাতা পরিচালক ইমেরিটাস সায়েন্টিস্ট (এনএআরএস) . কাজী এম বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষি মন্ত্রণালয়ের এপিএ এক্সপার্ট-পুলের সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক . বীরেশ কুমার গোস্বামী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন