কুড়িগ্রামে ফের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

বণিক বার্তা প্রতিনিধি কুড়িগ্রাম

গত সোমবার গভীর রাত থেকে কুড়িগ্রামে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।  শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা নেমে দশমিক ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

এদিকে, তীব্র ঠাণ্ডায় নতুন করে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতের কারণে ঘর থেকে বের হতে পারছেন না অনেকে। এজন্য গতকাল বেলা ১১টা পর্যন্ত শহরের অধিকাংশ রাস্তাঘাটই ছিল ফাঁকা।

এর আগে টানা প্রায় এক মাস শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা বাড়ে। গতকাল বিকাল থেকেই তাপমাত্রা নামতে শুরু করে। রাতে ঠাণ্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়তে শুরু করে। অন্যদিকে ঘন কুয়াশার চাদরে দিনে সূর্য ঢেকে থাকায় আরো বেশি ঠাণ্ডা অনুভূত হয়।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, তাপমাত্রা কমে যাওয়ায় ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। অবস্থায় কাজে যেতে না পেরে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন দিনমজুররা। এছাড়া গরম কাপড়ের অভাবে বিশেষ করে চরাঞ্চলে বসবাসকারী ছিন্নমূল নিম্ন আয়ের মানুষও রয়েছেন দুর্ভোগে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু বৃদ্ধরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন