প্রাইডসিস আইটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

দেশের সফটওয়্যার খাতের অন্যতম প্রতিষ্ঠান প্রাইডসিস আইটি লিমিটেড ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এক আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দেশে গার্মেন্টস খাতের প্রয়োজনীয় ইআরপি সফটওয়্যার সেবা দেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, মাদাগাস্কার, থাইল্যান্ড, ফিজি ও ইন্দোনেশিয়াতে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।


সম্প্রতি ভিয়েতনামে অনুষ্ঠিত আইসিটি অস্কারখ্যাত অ্যাপিকটা আয়োজনে প্রাইডকাট নামের একটি সফটওয়্যার উদ্ভাবনে মেরিট পুরস্কার পেয়ে দেশের সুনাম বয়ে এনেছে প্রাইডসিস আইটি। এটি তৈরি পোশাক শিল্পে ফেব্রিকস সাশ্রয় করতে পারে।


গার্মেন্টস খাতের পূর্ণ ইআরপি সফটওয়্যার সেবার পাশাপাশি কাটিং ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্ল্যানিং, কাটিং এজ বিভিন্ন প্রযুক্তি ও সফটওয়্যার সেবা দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এআই, বিগডাটা, মেশিন লার্নিং, অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিংসহ সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন সেবা আনতে নিরন্তর কাজ করছে প্রাইডসিস।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন