প্রতিনিধি সভায় নেতাকর্মীদের মারধরে পা ভাঙল জাপা নেতার

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

 বগুড়া জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভায় নেতাকর্মীদের মারধরে পা ভেঙেছে এক নেতার গতকাল সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলে আয়োজিত প্রতিনিধি সভায় ঘটনা ঘটে

আহত নেতার নাম হাজি নুরুল আমিন বাচ্চু তিনি নন্দীগ্রাম উপজেলার জাপা সভাপতি তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে

এদিকে বগুড়া জেলা জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় বগুড়া জেলা শহরের বনানী পর্যটন মোটেলে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ এমপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ সরকার, মজিবর রহমান সেন্টু, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, শাহজাহান সরদার, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, লুত্ফর রহমান চৌধুরী

সভায় উপজেলা পর্যায়ের অধিকাংশ বক্তারা জেলা সভাপতি সাধারণ সম্পাদকের দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানান দুই নেতার দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানানোর পরপরই নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন শুরু হয় কথাকাটাকাটি, বেধে যায় হট্টগোল এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে এতে নন্দীগ্রাম উপজেলা সভাপতি হাজি নুরুল আমিন বাচ্চুকে কিল-ঘুষি লাথি মারেন কয়েকজন নেতাকর্মী পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এছাড়া পা ভেঙে আহত বাচ্চুকে হাসপাতালে ভর্তি করা হয়

বগুড়া জেলা জাপার প্রতিনিধি সভায় উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, জেলা যুবসংহতির কয়েকজন নেতা হামলা করে পরে তারা আবার সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন

বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন জাপা নেতা হাজি নুরুল আমিন বাচ্চু বলেন, জেলা যুবসংহতি সভাপতির নেতৃত্বে নেতাকর্মীদের মারধরে আমার পা ভেঙে গেছে ঘটনার সুষ্ঠু বিচার চাই আমি

যদিও নেতাকর্মীদের মারধরের বিষয়টি অস্বীকার করছেন বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন