ডিএসইর পরিচালক পদে নির্বাচন

তিন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুজন শেয়ারহোল্ডার পরিচালক পদে ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা নিধারিত ছিল। গতকাল নির্ধারিত সময়ের মধ্যে তিন প্রার্থী ডিএসইর পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীদের মধ্যে রয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) বর্তমান প্রেসিডেন্ট শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী, দেশা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আফজাল জাহান সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় আজ, যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ২২ ডিসেম্বর।

ডিএসইর বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক শরীফ আতাউর রহমান মো. হানিফ ভূইয়ার পদে ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. আব্দুস সামাদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন