হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসেই বাড়ছে লিভার ফেইলিউর

লিভার এমন একটি আবশ্যিক প্রত্যঙ্গ, যা পরিপাক নালি থেকে আসা রক্তকে শোধিত করে পুরো শরীরে ছড়িয়ে দেয়। হজমে সাহায্য করা, পেশি গড়ে তোলা, সংক্রমণ রোধ, গ্লুকোজ নিয়ন্ত্রণ ও রক্ত জমাট বাঁধতে না দেয়া থেকে শুরু করে শরীরে লিভারের বেশকিছু কাজ রয়েছে। এছাড়া প্রয়োজনীয় রাসায়নিককে বিষমুক্ত করা ও সেবনকৃত ওষুধ কার্যকর করার পাশাপাশি প্রোটিনকে সমন্বয় করে এ লিভার।