শিশুদের কিডনি রোগ

শিশুদের কিডনি রোগ ও এর প্রতিকার

ডা. সৈয়দ সাইমুল হক

ছবি: ক্লিভল্যান্ড ক্লিনিক

বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি। বিশাল জনগোষ্ঠীর প্রায় অর্ধেক হলো ১৫ বছরের নিচের শিশু। বিশাল জনগোষ্ঠীর রয়েছে নানা সমস্যা। শিশুদের কিডনি সমস্যা তার মধ্যে অন্যতম। তথাপি সবার ঐকান্তিক চেষ্টায় দেশ আজ ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে চলছে।

            শিশুদের কিডনি রোগের লক্ষণ

            শরীর মুখমণ্ডল ফুলে যাওয়া

            প্রস্রাব বন্ধ কিংবা প্রস্রাব করতে অসুবিধা হওয়া

            বয়স পাঁচ বছর হওয়ার পরও রাতে বিছানায় প্রস্রাব করা

            অতিরিক্ত পানি পান করা প্রস্রাব করা

            খাদ্যের প্রতি অনীহা, বমি বমি ভাব হওয়া অথবা ঘন ঘন বমি করা

            শিশুদের বয়সের তুলনায় বেড়ে না ওঠা

            ফ্যাকাসে হয়ে যাওয়া

            বারবার প্রস্রাবে সংক্রমণ হওয়া

            উচ্চ রক্তচাপ থাকা ইত্যাদি

কী কারণে কিডনি রোগ হতে পারে

            জন্মগত ত্রুটি, যেমন যেকোনো কিডনি অনুপস্থিত থাকা অথবা অকার্যকর কিডনি নিয়ে শিশুর জন্মগ্রহণ করা ইত্যাদি।

            বংশগত জটিলতা যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, অ্যালপোর্ট সিনড্রোম ইত্যাদি।

            বিভিন্ন রোগের প্রদাহজনিত কিডনি রোগ যেমন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস সাধারণত গলায় প্রদাহ অথবা খোসপাঁচড়া অসুখ থেকে হতে পারে।

            নেফ্রোটিক সিনড্রোমবিভিন্ন রকমের হতে পারে। তবে শিশুদের ক্ষেত্রে আনুমানিক ৮৫-৯০ ভাগ অসুখ পুরোপুরি ভালো হয়ে যায় উপযুক্ত চিকিৎসার মাধ্যমে।

            বিভিন্ন জটিল অসুখ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতির সঙ্গে সঙ্গে কিডনিরও ক্ষতিসাধন করতে পারে। যেমন এসএলই গেস্টাশনাল ডায়াবেটিস ইত্যাদি।

            তাছাড়া আগুনে পুড়ে গেলে, ডায়রিয়াজনিত পানিশূন্যতা, অতিরিক্ত রক্তক্ষরণ অথবা কোনো বড় অপারেশনের পর শিশুর কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।

কিডনি রোগ বিশ্বের অন্যতম ঘাতক ব্যাধি। বড়দের মতো শিশুরাও ঘাতকব্যাধি থেকে মুক্ত নয়। প্রাথমিক পর্যায়ে শিশুদের কিডনি রোগ নির্ণয় করা সম্ভব হলে অনেক সময়েই বড় রকমের অসুখ থেকে শিশুকে রক্ষা করা সম্ভব। তবে বেশির ভাগ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে শিশুদের কিডনি রোগ চিকিৎসকদের অথবা বাবা-মার অগোচরেই থেকে যায়। বয়ঃবৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগের লক্ষণগুলো দেখা দিতে থাকে। তাই রোগ প্রতিকারই সর্বোৎকৃষ্ট উপায়।

কিডনি রোগ প্রতিকারের উপায়

            জন্মগত অসুখ অথবা ত্রুটি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব হলে ফলাফল সন্তোষজনক হওয়া সম্ভব।

            প্রতিটি মায়ের গর্ভকালীন সময়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চেকআপের ব্যবস্থা করা।

            ডায়রিয়া, বমি অথবা জ্বরের কারণে শিশুর শরীরে পানি লবণের ঘাটতি হলে নিয়মমতো ওরস্যালাইন খাওয়ালে কিডনি বিকল হওয়া প্রতিরোধ করা সম্ভব।

            গলায় প্রদাহ, খোসপাঁচড়া এবং ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের যথাসময়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা।

            শিশুদের ওষুধ যথাযথ নিয়মে সঠিক পরিমাণে সেবন করাতে হবে। ওষুধ সেবনের কারণে প্রস্রাব কমে গেলে অথবা কিডনি রোগের লক্ষণ প্রকাশ পেলে সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে।

            তিন বছরের ওপরের সব অসুস্থ শিশুর রক্তচাপ পরিমাপ করা গেলে বহু কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব।

            যেকোনো বড় অপারেশন অথবা সিটি স্ক্যান, এমআরআই পরীক্ষার সময় শিশুর হাইড্রেশনের দিকে নজর রাখা প্রয়োজন।

সর্বোপরি শিশুর জীবন বিপন্নকারী কিডনি রোগ থেকে রক্ষা করার জন্য জনসাধারণের মধ্যে, বিশেষ করে পিতা-মাতাকে সচেতন করে তুলতে হবে। কেননা শিশুরা কিডনি রোগের জন্য একটু বেশিই ঝুঁকিপূর্ণ। দেশের শিশু স্বাস্থ্য সমস্যার প্রায় দশমিক শতংশই কিডনিসংক্রান্ত। তাই চিকিৎসকদেরও শিশু কিডনি রোগ বিষয়ে সঠিকভাবে প্রশিক্ষিত করে তুলতে হবে।

লেখক: শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন