শিশুদের কিডনি রোগ

শিশুদের কিডনি রোগের জন্য ক্লিনিক্যাল ট্রায়াল

ফিচার ডেস্ক

ছবি: ফ্রি ভেক্টর আর্ট

প্রাথমিক পর্যায়ে শিশুদের কিডনি রোগ শনাক্ত এবং যথাযথ চিকিৎসার জন্য দক্ষ কিডনি রোগ বিশেষজ্ঞ বা পেডিয়াট্রিক নেফ্রোলজিস্টের পরামর্শ প্রয়োজন। অভিজ্ঞ পেডিয়াট্রিক নেফ্রোলজিস্টের নির্দেশনা অনুযায়ী রক্ত, প্রস্রাব ও আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে কিডনি রোগ নির্ণয় করা সম্ভব।

নিম্নোক্ত বিষয়গুলো শিশুর কিডনি রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে—

  শিশু কী পরিমাণ তরল পান করে তা লক্ষ রাখা এবং একজন শিশুর দৈনিক কী পরিমাণ তরল গ্রহণ করা উচিত তা নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেয়া।  

  চিকিৎসকের প্রদত্ত সব খাদ্য নির্দেশ অনুসরণ করা। 

  নিশ্চিত করতে হবে যে শিশু নির্ধারিত সময়ে সব ওষুধ সেবন করছে। শিশু ওষুধ খেতে সমস্যা হলে বা কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলা। 

  ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ দেয়া। প্রেসক্রাইব করা হয়নি এমন ওষুধ দেয়ার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দেয়া। 

শিশুদের কিডনি রোগের জন্য ক্লিনিক্যাল ট্রায়াল

উন্নত দেশগুলোর অনেক প্রতিষ্ঠান কিডনি রোগসহ অন্যান্য অনেক রোগ এবং অবস্থার ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করে এবং সমর্থন করে। এ ধরনের ট্রায়ালে রোগীর রোগ প্রতিরোধক্ষমতা, রোগ শনাক্তকরণ বা চিকিৎসা এবং জীবনযাত্রার মান উন্নত করার নতুন উপায় খুঁজে বের করার দিকে নজর দেয়া হয়। 

কেন শিশুদের ক্লিনিক্যাল ট্রায়াল গুরুত্বপূর্ণ?

প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা ওষুধ ও চিকিৎসার ক্ষেত্রে ভিন্নভাবে সাড়া দেয়।  শিশুদের জন্য সর্বোত্তম চিকিৎসা পাওয়ার উপায় হলো তাদের রোগ নিয়ে ভিন্নভাবে গবেষণা করা। ক্লিনিক্যাল স্টাডিজের মাধ্যমে শিশুদের চিকিৎসার ক্ষেত্রে নতুন উদ্ভাবন করা সম্ভব। ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আরো উন্নত ও কার্যকর ভ্যাকসিন কীভাবে তা তৈরি করা যায় তা নিয়ে গবেষণা করা সম্ভব। 

শিশুদের জড়িত ট্রায়াল ও গবেষণা থেকে সংগৃহীত তথ্য স্বাস্থ্যসেবা পেশাদার ও গবেষকদের সাহায্য করে।

যে বিষয়গুলো নজরে রাখা দরকার—

  শিশুদের জন্য ওষুধের সর্বোত্তম ডোজ খোঁজা 

  শুধু শিশুদের প্রভাবিত করে এমন অবস্থার জন্য চিকিৎসা খোঁজা 

  প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ভিন্নভাবে চিকিৎসা করে এমন চিকিৎসক খোঁজা

  শিশুদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে রোগের অবস্থা উপলব্ধি করা

শিশুদের কিডনি রোগের যে দিকগুলো নিয়ে গবেষণা করা হচ্ছে—

  কিডনি প্রতিস্থাপনের পরে ফলাফল উন্নত করার উপায়

  কিডনি রোগ নির্ণয়ের জন্য আরো সঠিক পদ্ধতি নির্ণয় করা 

শিশুদের কিডনি রোগ প্রতিরোধ 

গবেষকরা শৈশবের কিডনি রোগ প্রতিরোধের উপায় খুঁজে পাননি। কিন্তু তাড়াতাড়ি চিকিৎসা করা এবং যেসব জটিলতা দেখা দিয়েছে তার সঠিক চিকিৎসার মাধ্যমে কিডনি রোগকে আরো খারাপ হওয়া থেকে বাঁচাতে পারে বা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। শিশুকে সুস্থ থাকতে এবং সক্রিয় থাকতে সাহায্য করার জন্য শিশুরোগ বিশেষজ্ঞ এবং কিডনি রোগ বিশেষজ্ঞের সঙ্গে ভালোভোবে পরামর্শ করা উচিত।  

সূত্র: ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেসটিভ অ্যান্ড কিডনি ডিজিজ, যুক্তরাষ্ট্র

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন