রক্তাক্ত আসাম, দিল্লিতে পাপনের কনসার্ট বাতিল

বণিক বার্তা অনলাইন

বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে ফুঁসছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আসামের রাজধানী গুয়াহাটিতে কারফিউ ভেঙে রাস্তায় নেমেছে হাজারো বিক্ষোভকারী পুলিশের গুলিতে প্রাণ গেছে অন্তত তিন জনের রক্তাক্ত আসামের পরিস্থিতি ছুঁয়ে গেছে বলিউডের জনপ্রিয় সংগীত তারকা পাপনের মন দিল্লিতে আজ অনুষ্ঠিতব্য একটি কনসার্ট বাতিল করেছেন আসামে বেড়ে ওঠা পাপন

গতকাল রাতে এক টুইট বার্তায় পাপন লিখেছেন, '' প্রিয় দিল্লি, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আগামীকালের কনসার্ট বাতিল করছি আমি আসামে বড় হয়েছি আসাম আমার ঘর আসাম কাঁদছে, কারফিউয়ে পুড়ছে মানবতা মুহূর্তে আমি গান গেয়ে কনসার্ট করার মানসিকতায় নেই আশা করছি দর্শকরা আমার মনের অবস্থা বুঝতে পারবেন "।

কনসার্ট বাতিল করলেও পরবর্তী কোন সময়ে তা পুনরায় আয়োজনের জন্য আয়োজকদের প্রস্তাব দিয়েছেন পাপন, যাতে দর্শকদের টিকেটের টাকা নষ্ট না হয়

উল্লেখ্য, বিক্ষোভের মাঝে গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয়েছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিলটি এর আগে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ' উত্থাপন করা বিল

আইন পাস হওয়ায় পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিসস্তানের সংখ্যালঘুরা স্থায়ীভাবে ভারতে যাওয়ার পর পাঁচ বছরেই দেশটির নাগরিক হতে আবেদন করতে পারবেন আগে তাদের ভারতের মাটিতে ১১ বছর স্থায়ীভাবে বসবাস করতে হতো

সূত্র: এনডিটিভি আনন্দবাজার পত্রিকা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন