পাকিস্তানেও দিবারাত্রির টেস্ট?

ভারতের বিপক্ষে সম্প্রতি ইডেন গার্ডেনসে গোলাপি বলে ঐতিহাসিক এক দিবারাত্রির টেস্ট খেলেছিল বাংলাদেশ। কিন্তু সেই টেস্টের অভিজ্ঞতা একেবারেই সুখকর ছিল না বাংলাদেশের জন্য। এবার আরেকটি দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব পেল বাংলাদেশ। এবার বাংলাদেশকে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। অথচ পাকিস্তানে বাংলাদেশ টেস্ট খেলতে যাবে কিনা, সেই সিদ্ধান্তই এখনো হয়নি। অথচ তার আগেই করাচিকে সম্ভাব্য ভেন্যু করে গোলাপি বলে খেলার এই প্রস্তাব এসেছে পাকিস্তানের পক্ষ থেকে।

এর আগে বাংলাদেশের নারী দল বয়সভিত্তিক দল পাকিস্তান সফর করে এলেও ছেলেদের পাঠানো নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। বারবার বলা হচ্ছিল, নিরাপত্তা পরিদর্শক দলের প্রতিবেদনের ভিত্তিতে পাকিস্তানে দল পাঠানো কিংবা না পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এমনকি দুই ভাগে ভাগ করে দল পাঠানোর কথা বলা হয়েছিল বোর্ডের পক্ষ থেকে। যেখানে টি২০ সিরিজ পাকিস্তানে খেলা হলেও টেস্ট খেলার জন্য নিরপেক্ষ ভেনুর কথা বলা হয়েছিল। কিন্তু সেসব বিষয়ের সুরাহা হওয়ার আগেই এবার পাকিস্তান দিবারাত্রির টেস্টের প্রস্তাব দিল বাংলাদেশকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন