প্রাকৃতিক রাবার

থাইল্যান্ডের রফতানি বৃদ্ধিতে চাপে কম্বোডিয়া

বণিক বার্তা ডেস্ক

 প্রাকৃতিক রাবার রফতানি কয়েক মাস ধরে কমিয়ে আনছিল শীর্ষ উৎপাদক দেশ থাইল্যান্ড দীর্ঘদিন ধরে নিম্নমুখী থাকা বাজার চাঙ্গা করতে অন্যতম শীর্ষ দুই উৎপাদক ইন্দোনেশিয়া মালয়েশিয়াকে নিয়ে গঠিত জোটের সঙ্গে করা চুক্তি অনুযায়ী রফতানি কমিয়ে আনে দেশটি তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দেশটি এখন নতুন করে রফতানি বাড়াতে যাচ্ছে আর এতেই উদ্বেগ বাড়ছে কম্বোডিয়ার উৎপাদক রফতানিকারকদের মধ্যে কারণ এতদিন সরবরাহ সংকটে থাকা বাজারে ভালো দামে রাবার রফতানি করতে সক্ষম হয়েছিল দেশটি, যা এখন কার্যত ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে খবর নমপেন পোস্ট

বৈশ্বিক রাবাবের ৭০ শতাংশ উৎপাদন হয় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশ তিনটি নিয়ে গঠিত জোটের নাম ইন্টারন্যাশনাল থ্রিপাট্রিট রাবার কাউন্সিল বা আইটিআরসি সরবরাহ কমিয়ে বাজার চাঙ্গা করতে গত মার্চে চার মাসের জন্য রফতানি কমিয়ে দিতে সিদ্ধান্ত নেয় জোটটি, যা মে মাসের শেষ দিক থেকে শুরু হয়ে চলে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত প্রাথমিকভাবে চার মাসে দেশ তিনটি লাখ ৪০ হাজার টন রাবার রফতানি কমাতে সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত লাখ ৪১ হাজার ৬৪৮ টন রফতানি কমিয়ে আনে আইটিআরসি

রফতানি কমিয়ে আনার মেয়াদ শেষ হওয়ার পর শীর্ষ উৎপাদক থাইল্যান্ড এখন রফতানি বাড়াতে জোরেশোরে কাজ করছে বলে সম্প্রতি জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী জুরিন লক্ষ্যনাউইত এরই মধ্যে আড়াই লাখ টনের বেশি রাবার সরবরাহ করতে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে দেশটি আর এতেই উদ্বেগ দেখা দিয়েছে আইটিআরসির বাইরে অন্যতম রাবার উৎপাদক দেশ কম্বোডিয়ায় কারণ দেশটি প্রাকৃতিক রাবার উৎপাদন করলেও শিল্প খাতে এটির ব্যবহার কম ফলে অধিকাংশ রাবারই রফতানি করে দেশটি

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর দেশটি থেকে লাখ ১০ হাজার টন রাবার রফতানি হয়েছে, যা থেকে দেশটির আয় এসেছে ৩০ কোটি ডলার আর চলতি বছরের প্রথম নয় মাসে রফতানি হয়েছে লাখ ৭৩ হাজার ৭২ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি সময় দেশটি রফতানি থেকে আয় করেছে ২৩ কোটি ১০ লাখ ডলার

এতদিন সরবরাহ সংকটে বাজার কিছুটা চাঙ্গা হয়েছে এছাড়া শীর্ষ রফতানিকারক দেশগুলোর সরবরাহ কম থাকায় বাজার ধরতে সুবিধা হয়েছে কম্বোডিয়ার কিন্তু থাইল্যান্ডের রফতানি বৃদ্ধিতে উদ্বৃত্ত সরবরাহের ফলে দাম বাজার হারানোর শঙ্কা

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন