বিপিএলের উদ্বোধনী কনসার্ট

১ হাজার টাকায় মিলবে টিকিট

ক্রীড়া প্রতিবেদক

 রোববার পর্দা উঠবে বঙ্গবন্ধু বিপিএলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণা করবেন বিপিএলের বিশেষ আয়োজনের উপলক্ষে থাকছে হাইভোল্টেজ এক কনসার্টও আজ থেকে পাওয়া যাবে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের টিকিট তিনটি ভাগে ভাগ করে টিকিট বিক্রি করা হবে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে হাজার টাকা সর্বোচ্চ ১০ হাজার টাকা

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার জন্য সবচেয়ে কম খরচে পাওয়া যাবে ক্লাব হাউজের টিকিট হাজার টাকায় পাওয়া যাবে এখানকার টিকিটগুলো এরপর দ্বিতীয় পর্যায়ে রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট অংশের টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫০০ টাকা তবে মাঠের ভেতর অংশের টিকিটের দাম রাখা হয়েছে সবচেয়ে বেশি এখানে বসে খেলা দেখতে হলে টিকিটের জন্য খরচ করতে হবে ১০ হাজার টাকা গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্যের কথা জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নং গেটের টিকিট বুথ এবং সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল ৯টা ৩০ মিনিট থেকে  সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে

এর আগে সব মিলিয়ে সাধারণ দর্শকদের জন্য পাঁচ হাজার টিকিট রাখার কথা বলেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন তবে গতকাল সাংবাদিকদের তিনি জানান, সব মিলিয়ে দর্শকরা হয়তো সাত থেকে আট হাজার টিকিট কিনতে পারবে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউড সুপারস্টার সালমান খান ক্যাটরিনা কাইফ তাদের সঙ্গে থাকবেন জনপ্রিয় গায়ক কৈলাস খের সনু নিগম

উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন, মাছরাঙা নিউজ টোয়েন্টিফোর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন