দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী

বণিক বার্তা ডেস্ক

 দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবীকৃত অঞ্চলের আশপাশে গত কয়েক দিনে দ্বিতীয়বারের মতো প্রবেশ করেছে মার্কিন নৌবাহিনীর কয়েকটি রণতরী বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ দুটির চলমান উত্তেজনার মধ্যে ঘটনা ঘটেছে ওই অঞ্চলে নিজেদের নৌবাহিনীর রণতরী প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী খবর রয়টার্স

দক্ষিণ চীন সাগরের জলপথটি চীন-মার্কিন সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয় প্রসঙ্গত, দেশ দুটির সম্পর্কে চলমান বাণিজ্যযুদ্ধ, নিষেধাজ্ঞা আরোপ, হংকং তাইওয়ান ইস্যু উল্লেখযোগ্যভাবে হাজির রয়েছে

গত সপ্তাহে চীন-মার্কিন উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীকে নিজেদের ক্ষমতা সম্প্রসারণ থেকে বিরত থাকতে আহ্বান করেছে বেইজিং জলসীমায় মার্কিন উপস্থিতি বৃদ্ধি গণতান্ত্রিক তাইওয়ানে নতুন অস্থিরতা সৃষ্টিতে ইন্ধন জোগাচ্ছে বলেও অভিযোগ করেছে চীন 

প্রসঙ্গত, গুরুত্বপূর্ণ সাগরে মার্কিন নৌবাহিনীর ঢুঁ মারা নিয়মিত উত্ত্যক্ত করছে চীনকে তবে মার্কিন নৌবাহিনী এটাকে নিজেদের নৌচলাচলের স্বাধীনতার অংশ বলে দাবি করছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন