টয়ার ‘সাইলেন্ট প্রপোজ’

ফিচার প্রতিবেদক

নিজের অভিনয়কে আরো একটু ঝালিয়ে নিতে গত এক মাস অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ভারতের প্রখ্যাত অভিনেতা অনুপম খেরের অ্যাক্টিং স্কুল অনুপম খেরস অ্যাক্টর প্রিপেয়ার্স- অভিনয়ে প্রশিক্ষণ নিয়েছেন আর সেখান থেকে ফিরেই নতুন একটি নাটকে অভিনয় করলেন তিনি মিলাদ ভূঁইয়া রচিত পরিচালিত নাটকের নাম সাইলেন্ট প্রপোজ নাটকে ইলা নামে একজন বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করেছেন টয়া তার ভাষ্যমতে, মূলত তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মুমতাহিনা চৌধুরী টয়া বলেন, যেহেতু টিমের সঙ্গে এর আগে আমার কাজ করা হয়নি, তাই আমাকে বুঝেশুনেই কাজ করতে হয়েছে তবে গল্পটাতে যেহেতু নতুনত্ব আছে, আশা করা যায় নাটকটি দর্শকের ভালো লাগবে আগামী মাসে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি

এদিকে অনুপম খেরের অ্যাক্টিং স্কুল থেকে ফেরার পর একটু বুঝেশুনেই কাজ করছেন টয়া গতকাল একটি রিয়েলিটি শোতে শো স্টপার হিসেবে অংশ নেন আজ আরেকটি স্টেজ শোতে অংশ নিতে বগুড়ার উদ্দেশে রওনা হবেন সেখান থেকে ফেরার পর তিনি নির্মাতা হাসিবের দুটি নাটকে টানা অভিনয় করবেন এরপর তিনি সিলেট যাবেন নতুন গানের মিউজিক ভিডিওতে অংশ নিতে

 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন