ব্রাজিলের ভুট্টা রফতানিতে চাঙ্গা ভাব

বণিক বার্তা ডেস্ক

চলতি মাসের শুরু থেকে ব্রাজিলের ভুট্টা রফতানিতে চাঙ্গা ভাব বজায় রয়েছে। দেশটির বাণিজ্য বিভাগ বেসরকারি শিপিং কোম্পানিগুলো থেকে তথ্য পাওয়া গেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটি আন্তর্জাতিক বাজারে মোট ৪৮ লাখ ৬০ হাজার টন ভুট্টা রফতানি করেছে। সে হিসাবে চলতি মাস শেষে এবার কৃষিপণ্যটির রফতানি উল্লেখযোগ্য হারে বাড়বে। ২০১৮ সালের নভেম্বরজুড়ে দেশটি মোট ৩৬ লাখ ৫০ হাজার টন ভুট্টা রফতানি করেছিল।

সময় ব্রাজিল থেকে সবচেয়ে বেশি ভুট্টা রফতানি হয়েছে জাপান, ইরান ভিয়েতনামে।

মূলত, প্রতিকূল পরিবেশের জেরে বিশ্বের শীর্ষ ভুট্টা রফতানিকারক দেশ যুক্তরাষ্ট্রে এবার কৃষিপণ্যটির সংগ্রহ ধীরগতিতে এগোচ্ছে। দেশটির অধিকাংশ ভুট্টাক্ষেত বর্তমানে বরফাচ্ছাদিত। এদিকে সংগ্রহ বিলম্বিত হওয়ায় দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমেছে। সুযোগে সুবিধাজনক দামে খাদ্যপণ্যটির রফতানি বাড়িয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। শিকাগো বোর্ড অব ট্রেডের (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে টানা দুই মাস মন্দা কাটিয়ে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে খাদ্যপণ্যটির দাম চাঙ্গা হয়ে উঠেছে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ২০১৯-২০ বিপণনবর্ষে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৭৬ শতাংশ ভুট্টা সংগ্রহ করতে সক্ষম হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশীয় পয়েন্ট কম এবং গত পাঁচ বছরে সংগ্রহের গড় গতির তুলনায় ১৬ শতাংশীয় পয়েন্ট কম।

এদিকে সর্বশেষ সপ্তাহে ব্রাজিলের জাতীয় কৃষি সংস্থা কোনাব ২০১৮-১৯ বিপণনবর্ষে (চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগামী বছরের জানুয়ারি) দেশটির ভুট্টা রফতানির প্রাক্কলন ১০ লাখ টন বাড়িয়ে কোটি ৯০ লাখ টনে উন্নীত করেছে। প্রতিষ্ঠানটির আগের মাসের প্রাক্কলনে এর পরিমাণ ছিল কোটি ৮০ লাখ টন।

ব্রাজিলের বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটি মোট কোটি ২১ লাখ ২০ হাজার টন ভুট্টা রফতানি করেছে। প্রাক্কলন পূরণে বাকি দিনগুলোর মধ্যে দেশটিকে আরো ৬৮ লাখ ৭০ হাজার টন ভুট্টা রফতানি করতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন