আগামীকাল শুরু হচ্ছে নবম ‘ঢাকা লিট ফেস্ট’

ফিচার প্রতিবেদক

বাংলা একাডেমি চত্বরে ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল-এর ব্যানারে নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশী-বিদেশী সাহিত্য অঙ্গনের রথী-মহারথীর মিলন মেলা বাংলাকে বিশ্বের মঞ্চে তুলে ধরার প্রত্যয় নিয়ে শুরু হতে যাচ্ছে উৎসব গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন ঢাকা লিট ফেস্টের আয়োজকরা

এতে উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্, কাজী আনিস আহমেদ, আহসান আকবরসহ সংশ্লিষ্টরা

সংবাদ সম্মেলনে সাদাফ বলেন, - নভেম্বর অনুষ্ঠেয় সাহিত্য উৎসবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশী এবং দুই শতাধিক বাংলাদেশী সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক অংশ নিচ্ছেন দেশী-বিদেশী অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ সমাজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা-পর্যালোচনার সুযোগ থাকছে জনসাধারণের জন্য

তিনদিনের আয়োজনে আসছেন বাংলাদেশী বংশোদ্ভূত বুকারপ্রাপ্ত ব্রিটিশ লেখক মনিকা আলি, ভারতীয় রাজনীতিক শশী থারুর, কথাসাহিত্যিক উইলিয়াম ডালরিম্পল প্রমুখ দুই বাংলার জনপ্রিয় বাংলাভাষী লেখক শংকর আসছেন এবারের উৎসবে সঙ্গে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক শাহীন আখতার, সৈয়দ মনজুরুল ইসলাম, আসাদ চৌধুরী, রুবী রহমান, সেলিনা হোসেন প্রমুখ

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, ঢাকা লিট ফেস্ট ২০২০ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হবে আর বছর জাতির জনককে নিয়ে থাকছে অসংখ্য সেশন প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত চলবে উৎসবের বিভিন্ন আয়োজন

 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন