সমর্থন চাইলেন সাকিব

বণিক বার্তা অনলাইন

জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন করে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর নিজের ভুল স্বীকার করে ভক্ত-সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান।  তিনি বলেন, ‘ এই সমর্থন যদি থাকে, তবে আমি ইনশাআল্লাহ খুব শিগগিরই আবার ক্রিকেটে ফিরতে পারব। ’

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত থাকবে। শাস্তির ওই সিদ্ধান্তের পর বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব। এসময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তার পাশে ছিলেন।

সংবাদ সম্মেলন হলেও সেখানে ছিল না কোন প্রশ্নত্তোর পর্ব। শুরুতেই কথা বলেন সাকিব। তিনি বলেন, ‘একটা জিনিস আমি বলতে চাই, যেভাবে আপনারা আমাকে সবসময় সহযোগিতা করে এসেছেন, বাংলাদেশের সব ক্রিকেট ভক্ত, সব মানুষ, বিসিবি, সরকার থেকে শুরু করে গণমাধ্যমের সবাই আপনারা যেভাবে সমর্থন করে এসেছেন আমার ভালো এবং খারাপ সময়ে, আশা করি আপনাদের সেই সমর্থনটা থাকবে।’

তিনি আরো বলেন, ‘এই সমর্থন যদি থাকে, তবে আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার ক্রিকেটে ফিরতে পারব। আগের চেয়ে আরও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে পারব। ধন্যবাদ সবাইকে।’

এরপর বিসিবি সভাপতি বলেন, ‘আমরা শকড। এর চেয়ে বেশি শকের কিছু হতে পারে না। আমরা অনেকবার বলেছি, আমাদের দুজন খেলোয়াড়ের কোন বিকল্প নেই। একজন মাশরাফি, আরেকজন সাকিব।...আমাদের ভারত সফরের সব পরিকল্পনাতেই সাকিব ছিল।’

প্রথমে কিছুটা ক্ষোভ থাকলেও এঘটনায় আইসিসিকে সাকিবের সহযোগিতার জন্য খুশি বলে জানান বিসিবি বস। তিনি সাকিবের এই খারাপ সময়ে সবাইকে তার পাশে থাকারও আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন