যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত আলোচনা চায় উত্তর কোরিয়া

বণিক বার্তা ডেস্ক

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে অগ্রগতি নেই বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) সম্পর্কের অগ্রগতি না থাকলেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উসকে দেয়ার মতো দুই দেশের মধ্যে বৈরী পরিবেশ বিরাজ করছে বলেও জানিয়েছে একই সংস্থা। খবর রয়টার্স। 

এদিকে কোরিয়া-এশিয়া প্যাসিফিক পিস কমিটির চেয়ারম্যান কিম ইয়ং চোলের  নামে কেসিএনএতে প্রচারিত বিবৃতি অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় সর্বোচ্চ নেতা কিম জং-উনের মধ্যে বৈঠকের যে কথা রয়েছে, যুক্তরাষ্ট্র তা উপেক্ষা করলে ভুল করবে। ট্রাম্প ও কিমের মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

এদিকে চলতি বছরের শেষের দিকে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনার কথা রয়েছে পিয়ংইয়ংয়ের।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে দ্বিতীয় শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছিলেন ট্রাম্প ও কিম, যা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন