কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ

সাত ব্যাচের এক শ্রেণীকক্ষ, ল্যাবের সব কম্পিউটার অচল

বণিক বার্তা প্রতিনিধি, কুবি

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের সাতটি ব্যাচের ৩৫০ জন শিক্ষার্থীর বিপরীতে শ্রেণীকক্ষ রয়েছে মাত্র একটি অন্যদিকে প্রযুক্তি-বিষয়ক পড়াশোনা হলেও অচল হয়ে আছে বিভাগটির ল্যাবের সব কম্পিউটার ফলে শ্রেণীকক্ষ সংকটের কারণে নির্দিষ্ট সময়ে কোর্স শেষ না হওয়ায় সেশনজটে পড়ছেন বিভাগের শিক্ষার্থীরা কম্পিউটারের অভাবে ব্যাবহত হচ্ছে তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুবির প্রকৌশল অনুষদের আওতাধীন আইসিটি বিভাগে বর্তমানে ২০১২-১৩ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট সাতটি ব্যাচ চলমান প্রতিটি ব্যাচে প্রতি সেমিস্টারে পড়ানো হয় গড়ে অন্তত ১১টি কোর্স কিন্তু বিভাগটির শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ বরাদ্দ রয়েছে মাত্র একটি ফলে পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে নির্দিষ্ট সময়ে কোর্স সম্পন্ন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের, বাড়ছে সেশনজট জানা গেছে, ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২০১৭ সালে স্নাতকোত্তর শেষ করার কথা কিন্তু ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ করেছেন কিছুদিন আগে বিভাগের অন্য ব্যাচগুলোতেও প্রকট হয়ে উঠেছে সেশনজটের ভয়াবহতা

বিভাগটির শিক্ষার্থীদের অভিযোগ, মাত্র একটি শ্রেণীকক্ষ থাকায় তারা শিডিউল অনুযায়ী ক্লাস করতে পারছেন না শ্রেণীকক্ষ ফাঁকা পেতে তাদের অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় ক্লাস না করেই ফিরে যেতে হয় তাদের

নাম প্রকাশে অনিচ্ছুক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ক্লাসের অপেক্ষায় আমাদের অনেক সময় নষ্ট হয় ক্লাস করতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় প্রতিনিয়িত তারপরও শ্রেণীকক্ষ খালি না পেয়ে ফিরে যেতে হয় অবস্থায় আমরা কোর্স শেষ করতে পারছি না ফলে দীর্ঘ হচ্ছে সেশনজট

এদিকে বিভাগটির ল্যাবে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কম্পিউটার রয়েছে ৪২টি তবে বর্তমানে এসব কম্পিউটারের সবগুলোই অচল পড়ে আছে যাদের ব্যক্তিগত কম্পিউটার নেই, তারা চরম বিপাকে রয়েছেন সরেজমিন দেখা যায়, ব্যবসায় অনুষদের তৃতীয় তলায় ল্যাবটি বর্তমানে শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে ক্লাসের সুবিধার্থে বেশ কয়েকটি মনিটর রাখা হয়েছে টেবিলের নিচে কক্ষটিতে ২৫টি কম্পিউটার থাকলেও একটিও সচল নয় বাকি ১৭টি কম্পিউটার পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্টোরে কম্পিউটারনির্ভর একটি বিভাগের ল্যাবে ব্যবহার উপযোগী কম্পিউটার না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা

বিভাগটির প্রথম বর্ষের এক শিক্ষার্থী হতাশা প্রকাশ করে বলেন, আমাদের ল্যাবের কম্পিউটারগুলো বহুদিন ধরেই নষ্ট আইসিটির বিভাগের পড়াশোনা অনেকটাই কম্পিউটারনির্ভর কিন্তু আমরা কম্পিউটার ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছি

এদিকে বিভাগ-সংশ্লিষ্টরা বলছেন, প্রকৌশল অনুষদের জন্য পাঁচতলাবিশিষ্ট একাডেমিক ভবন -এর

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন