মালিককে মারধর

খুলনা থেকে চার রুটে বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

 বাস মালিককে মারধরের প্রতিবাদ অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে খুলনা থেকে চারটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির আহ্বানে ডাকা পরিবহন ধর্মঘট গতকাল সকাল থেকে শুরু হয়

এদিকে বাস মালিকদের ডাকা পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-টেকেরহাট-মাদারীপুর খুলনা-মোকসেদপুর রুটে চলাচলকারী যাত্রীরা গতকাল সকালে অনেক যাত্রীকে টার্মিনালে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেকে আবার বিকল্প মাধ্যমে গন্তব্যে গেছে এতে অর্থের পাশাপাশি দ্বিগুণ সময় ব্যয় হয়েছে যাত্রীদের

যাত্রীদের দাবি, বাস মালিকরা নিজেদের দ্বন্দ্বের জেরে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে বিশেষ করে পূজার ছুটিতে অনেকেই পরিবার পরিজন নিয়ে পার্শ্ববর্তী জেলা উপজেলায় ঘুরতে গিয়ে বিপাকে পড়েছে তাই দ্রুত পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান যাত্রীদের

রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সদস্য খান কামরুজ্জামান বলেন, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী নেতা জোর করে রুটগুলোয় অবৈধ বাস চলাচলের অনুমতি দিয়েছেন এসব বাস চলাচলের কারণে চরম ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মালিকরা ঘটনার প্রতিবাদ করলে গতকাল সকালে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় একটি বাসের (ঢাকা মেট্রো ১১-৩৩৫৬) মালিক মো. হায়দারকে মারধরের ঘটনা ঘটে ঘটনার প্রতিবাদে খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-টেকেরহাট-মাদারীপুর খুলনা-মোকসেদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়

বাস মালিকরা জানান, চার রুটে অবৈধ গাড়ি চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে

খালিশপুরের বাসিন্দা আমজাদ হোসেন পরিবার নিয়ে মাদারীপুরের যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসেছিলেন কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় তাকে বিড়ম্বনায় পড়তে হয় তিনি বলেন, সকাল ১০টার দিকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে এসে জানতে পারি বাস চলাচল বন্ধ রয়েছে পরিবারের লোকজন নিয়ে এখানে এসে খবর পেয়ে আবার ফিরে যেতে হচ্ছে কখন বাস ছাড়বে তার কোনো ঠিক নেই

মোকসেদপুরের বাসিন্দা তারাপদ মণ্ডল বলেন, ৯টায় সোনাডাঙ্গা এসে জানতে পারি বাস চলাচল বন্ধ রয়েছে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে, এই ভেবে অনেকক্ষণ অপেক্ষা করি কিন্তু ১২টা পর্যন্ত বাস ছাড়ার কোনো আলামত পাইনি তাই এখন চলে যাচ্ছি

রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. নুরুল হক লিপন বণিক বার্তাকে বলেন, এরই মধ্যে চার রুটে চলাচলকারী অবৈধ বাস চলাচল বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে এছাড়া বাস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন