বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে চায় দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড (ওপিএল) জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। লক্ষ্যে যোগ্য বিনিয়োগকারীদের (ইআই) অংশগ্রহণের জন্য রোড শোর আয়োজন করবে তারা। ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে ওমেরার রোড শো অনুষ্ঠিত হবে। জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের রোড শোও একই দিন রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) সেলিব্রিটি হলে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।

ওমেরা পেট্রোলিয়াম শেয়ারবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানি। আর জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং হলো জেএমআই গ্রুপের একটি প্রতিষ্ঠান। ওমেরার ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যু হিসেবে কাজ করছে বিএলআই ক্যাপিটাল লিমিটেড। অন্যদিকে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড জনতা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যু হিসেবে কাজ করছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

রোড শোতে অংশ নেয়ার জন্য উভয় কোম্পানির পক্ষ থেকে ইআইদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫ অনুযায়ী ইআইদের মধ্যে রয়েছে মার্চেন্ট ব্যাংকার পোর্টফোলিও ম্যানেজার, সম্পদ ব্যবস্থাপক, মিউচুয়াল ফান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম (সিআইএস), স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, তহবিল ব্যবস্থাপক, বিকল্প বিনিয়োগ তহবিল, কমিশনে নিবন্ধিত যেকোনো সিকিউরিটিজ কাস্টডিয়ানে অ্যাকাউন্টধারী বিদেশী বিনিয়োগকারী, অনুমোদিত পেনশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড প্রভিডেন্ট ফান্ড এবং কমিশন অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান।

উল্লেখ্য, এমজেএল বাংলাদেশের সাবসিডিয়ারি ওমেরা পেট্রোলিয়াম তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি, মজুদ, বোতলজাত বিতরণ করে থাকে। অনেক দিন ধরেই তারা ব্যবসা সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিদ্যমান উত্পাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের। এজন্য প্রয়োজনীয় অর্থ জোগানে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানিটি।

গত বছরের এপ্রিলে ওমেরা পেট্রোলিয়ামের রাইট শেয়ারের বিপরীতে ৭৮ কোটি ৫১ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয় এমজেএল বিডি। এর আগে ওমেরা পেট্রোলিয়ামের পর্ষদ ১৫ টাকা প্রিমিয়ামসহ শেয়ারপ্রতি ২৫ টাকা ইস্যুমূল্যে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, সাবসিডিয়ারি ওমেরা পেট্রোলিয়ামে এমজেএলবিডির ৬২ দশমিক শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া ইউরোপের বিবি এনার্জির কাছে ২৫ শতাংশ ডাচ ডেভেলপমেন্ট ব্যাংক এফএমওর কাছে কোম্পানিটির ১২ দশমিক শতাংশ শেয়ার রয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরে ওমেরা পেট্রোলিয়ামের রাজস্ব আয় হয়েছে ৮৯৮ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৫২ কোটি ৩৭ লাখ ২৫ হাজার টাকা। ২০১৮ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৯ কোটি ৯৯ লাখ হাজার টাকা, যা আগে?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন