আগের দুই নোটিফিকেশন নিয়ে বিএসইসির ব্যাখ্যা : পুঞ্জীভূত লোকসান থাকলেও নগদ লভ্যাংশ দেয়া যাবে

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো পুঞ্জীভূত লোকসানে থাকলেও তারা অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন সাপেক্ষে সংশ্লিষ্ট বছরের অর্জিত মুনাফা থেকে নগদ লভ্যাংশ প্রদান করতে পারবে। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারী শেয়ারবাজারের স্বার্থে ২০১৮ সালের ২০ জুন তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ ঘোষণা বিতরণসংক্রান্ত একটি নোটিফিকেশন ইস্যু করে বিএসইসি। পরবর্তী সময়ে চলতি বছরের ২৩ মে বোনাস শেয়ারসংক্রান্ত আরো একটি নোটিফিকেশন ইস্যু করা হয়। বিনিয়োগকারী শেয়ারবাজারের স্বার্থে বিষয়টি অধিকতর স্পষ্ট করার প্রয়োজন দেখা দেয়ায় বিনিয়োগকারী কোম্পানির আবেদন পর্যালোচনা করে এর ব্যাখ্যা দিয়েছে কমিশন।

বিএসইসির ব্যাখ্যায় বলা হয়েছে, অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন করে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলো পুঞ্জীভূত লোকসান বিদ্যমান থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট বছরের অর্জিত মুনাফা থেকে নগদ লভ্যাংশ সুপারিশ, ঘোষণা বিতরণ করতে পারবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন