ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত

বণিক বার্তা অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে ডেঙ্গু শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে ১৬৮ জন শিক্ষার্থীকে পরীক্ষা করে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান মেডিকেল অফিসার ডা. সারওয়ার জাহান মুক্তাফী এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এখন রক্তের প্লাটিলেট (অণুচক্রিকা) গণনা ও ডেঙ্গু শনাক্তকরণ দুটোই করা যাচ্ছে।

ডা. সারওয়ার জাহান বলেন, ডেঙ্গু শনাক্তকরণের যে ডিভাইসটি চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছে, তার দৈনিক সক্ষমতা ১৫০। অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ ১৫০ জন শিক্ষার্থী ডেঙ্গু শনাক্তকরণের পরীক্ষা করাতে পারবেন। শিক্ষার্থীদের চাপ বেশি হওয়ায় বুধবার ১৬৮ জনের রক্তের নমুনা নেওয়া হয়। এরমধ্যে ১৩ জন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত।

তিনি আরও বলেন, আজকেও শিক্ষার্থীদের পরীক্ষাকরণের কাজ চলছে। তবে আজকের রিপোর্ট এখনও বের হয়নি। বের হলে তা জানা যাবে।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। ক্যাম্পাস বন্ধ ঘোষণার দাবির সঙ্গে একাত্ম প্রকাশ করেছেন ডাকসু ভিপি নুরুল হকও।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন