সন্দ্বীপে নৌবাহিনীর অভিযান, অস্ত্র-ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের মাদক ব্যবসায়ী রাশেদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব জব্দ করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদক ব্যবসায়ী রাশেদ ও তার অনুসারীরা নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র, ১৩ লক্ষ ৪৩ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন এবং ইয়াবা উদ্ধার করা হয়। মাদক সম্রাট রাশেদ দীর্ঘদিন ধরে সন্দ্বীপ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

উদ্ধারকৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে এবং অস্ত্র, ইয়াবা ও মোবাইল ফোন সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক ও অবৈধ অস্ত্র প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন