সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেফতার

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নুরু ডাকাতের দুই ছেলে শাহ পরান ও শাহ আলী।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।  

পুলিশ জানায়, সোমবার রাত ২টার দিকে ১০-১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহলদল ঘটনাস্থলে পৌঁছে। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা শাহ পরান ও শাহ আলীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে রামদা, হকিস্টিক ও ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, শাহ পরান ও শাহ আলী বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। সম্প্রতি তারা একটি কৃষকের গরু জোরপূর্বক নিয়ে জবাই করে মাংস বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ উঠেছিল।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন