‘গ্ল্যাডিয়েটর থ্রি’ নিয়ে ভাবছেন রিডলি স্কট

ফিচার ডেস্ক

পল মেসকাল ছবি: ভ্যানিটি ফেয়ার

২৪ বছর পর আসছে সিকুয়াল। রিডলি স্কট তার জনপ্রিয় ও প্রশংসিত গ্ল্যাডিয়েটরের সিকুয়াল আনছেন। অভিনয় করছেন ডেনজেল ওয়াশিংটন, পেদ্রো প্যাসকেল ও পল মেসকাল। এ বছরই মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ নিয়ে কাজ করতে করতে রিডলি স্কট ভাবছেন সিনেমাটির আরো সিকুয়ালের কথা। অর্থাৎ তিনি নির্মাণ করতে চাচ্ছেন গ্ল্যাডিয়েটর থ্রি। দ্য হলিউড রিপোর্টারের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি হয়তো গ্ল্যাডিয়েটর থ্রি নির্মাণ করব। আমার কাছে একটা গল্পের ধারণা আছে।’

এক্ষেত্রে আরো একটা মজার ব্যাপার আছে। রিডলি স্কট জানান, গ্ল্যাডিয়েটর থ্রির অনুপ্রেরণা তিনি পেয়েছেন ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘গডফাদার টু’ থেকে। এ কথা তিনি ফ্রান্সের দ্য প্রিমিয়ার ম্যাগাজিনের সঙ্গে আলাপকালে বলেন। তিনি সেখানে ব্যাখ্যা করেন, গডফাদার টুর শেষটা তাকে প্রভাবিত করেছে। রিডলি বলেন, ‘আমি গডফাদার টু থেকে অনুপ্রাণিত হয়ে এটা করছি। মজা করে বলছি না। এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ করা শুরু করেছি।’

গ্ল্যাডিয়েটর নিয়ে অনেক কিছুই ভাবছে দর্শক। তবে এ সময় রিডলি যা বললেন, তা নিয়ে নতুন করে ভাবনার অবকাশ আছে। তিনি জানান, সিনেমার আসন্ন দ্বিতীয় পর্বটির সঙ্গে গডফাদারের মিল আছে। তিনি বলেন, ‘গ্ল্যাডিয়েটর টুর ক্লাইম্যাক্স আসলে গডফাদারের নতুন করে ফিরে আসা। মাইকেল করলিওনি শেষ সময়ে এসে ভাবতে শুরু করে, সে কী করবে। কেননা যে কাজ তার হাতে এসেছে, তা সে করতে চায় না। তাহলে সিনেমাটা 

এমন একজনকে নিয়ে হবে, যে এমন পরিচয়ে এসে পৌঁছেছে, যা সে হতে চায় না।’

আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে গ্ল্যাডিয়েটর টু। সিনেমাটিতে লুসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন পল মেসকাল। এছাড়া আছেন পেদ্রো প্যাসকেল, জোসেফ কুইন, রায়র রাজ ও ডেনজেল ওয়াশিংটন। সিনেমাটি বক্স অফিসে ভালো করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন