বাংলাভিশনে প্রতি রোববার ‘এবং ক্লাসের বাইরে’

ফিচার প্রতিবেদক

ছবি: বাংলাভিশন

দেশের স্বনামখ্যাত সব স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ‘সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন— এবং ক্লাসের বাইরে’। প্রতি পর্বে একটি নির্দিষ্ট স্কুলকে নিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। এতে থাকে স্কুল পরিচিতি, শিক্ষার্থীদের পরিবেশনায় দলীয় নাচ, দলীয় আবৃত্তি, একক গান, একক নাচ, কুইজ, মজার সব খেলাসহ নানা পরিবেশনা ও প্রধান শিক্ষকের সাক্ষাৎকার।

তাহিয়া হোসেনের উপস্থাপনায় ও রফিকুল ইসলাম ফারুকীর প্রযোজনায় অনুষ্ঠানটির প্রচার শুরু ২২ সেপ্টেম্বর থেকে। প্রতি রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এটি প্রচার হবে বাংলাভিশনের পর্দায়।

উল্লেখ্য, সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরের এ পর্ব প্রচার হবে রাজধানীর উত্তরায় অবস্থিত উত্তরা গার্লস হাই স্কুল ও কলেজকে নিয়ে। এর আগে বাংলাভিশনের শুরু থেকেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবং ক্লাসের বাইরে’ প্রচার হয়। মাঝে কিছুদিন বিরতি দেয়ার পর আবারো নতুন আয়োজনে শুরু হতে যাচ্ছে স্কুলভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবং ক্লাসের বাইরে’।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন