সংখ্যালঘুদের ওপর হামলার বিচার ও ক্ষতিপূরণ চায় হিন্দু মহাজোট

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর, ধর্মীয় উপাসনালয়, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ, হত্যা, জখম, মা-বোনদের শ্লীলতাহানি ও নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত আহত-নিহত পরিবার, ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারগুলোর যথোপযুক্ত আর্থিক ক্ষতিপূরণসহ সরকারি অর্থায়নে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এ ঘটনার বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আট দফা দাবির অংশ হিসেবে সংগঠনটির নেতারা এসব দাবি জানান। 

সংবাদ সম্মেলনে জানানো হয় সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ করানো সনাতন ধর্মাবলম্বী ৬৭ শিক্ষককে তাদের নিজ পদে পুনর্বহাল করে কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে। উপরন্তু বিগত ১৫ বছর ৭ মাস ৪ দিন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রতিটি নির্যাতনের ঘটনার বিচার করতে হবে; নিহত-আহত, জখম, গুম, ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ দিতে হবে।

তাদের অন্য দাবির মধ্যে অন্যতম সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা; ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন রোধকল্পে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা; দুর্গাপূজার ছুটি আরো দুদিন বাড়িয়ে তিনদিন করা; সব বেদখলকৃত মন্দির ও দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার; সংরক্ষণ আইন প্রণয়ন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন